রাহাদ হোসেনঃ সংগঠন মানে হল সাংগঠনিক অবকাঠামো মজবুত করা। একটি সংগঠনই পারে অধঃস্তন্দের উপযুক্তভাবে কাজে লাগিয়ে উচ্চ পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে।আর তার জন্য প্রয়োজন সঠিক নেতৃত্ব। দীর্ঘ কয়েক বছর ধরে সেই অপূর্ণতায় ভুগছিল ২০০৯ সালের নিবন্ধনকৃত ৯৬৬০ কদমতলী থানা প্রেসক্লাবটি।
সংবাদ পত্র সাংবাদিকতা হলো মহান পেশা। এই পেশাটিকে সু সংগঠিত করতে সর্বসময় বিভাগ, জেলা কিংবা উপজেলা পর্যায়ে একটি সুন্দর সংগঠন থাকলে, যেকোনো বাধা-বিপত্তিকে এড়িয়ে সাংবাদিকরা পারে সমাজকে সুন্দর করে গড়ে তুলতে।
সেই লক্ষ্য বাস্তবায়নে, কদমতলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক নব অভিযান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, মোঃ আব্দুল আজিজ মাহফুজ এর সভাপতিত্বে কদমতলী থানা এলাকায় বসবাসরত সকল সাংবাদিকদের নিয়ে মিলনমেলা ও ইফতার আয়োজন অনুষ্ঠিত।
আয়োজনটি অনুষ্ঠিত হয়, ২৯ ই মার্চ শুক্রবার, বিকেল ৪ টায়, রাজধানী ঢাকার ৬০ নং ওয়ার্ডের রায়েরবাগ এলাকার পুতুল বাড়ি রেস্টুরেন্টে।