৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ই মে। ১ম ধাপের এই নির্বাচন কেরানীগঞ্জ উপজেলায় ও অনুষ্ঠিত হবে। উক্ত কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কা প্রতীকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন আহমেদ শাহীন। এর আগে তিনি তিনবার বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। রাজনৈতিকভাবে তিনি বিদ্যুৎ, জ্বালানী প্রতিমন্ত্রীর নসরুল হামিদ বিপুর একান্ত আস্থাভাজন প্রিয় ব্যক্তি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতিত্বের দায়িত্ব রয়েছেন। তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে, কোন্ডা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের পানগাঁওয়ে ২৯ ই এপ্রিল মঙ্গলবার রাত ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগ কোষাধক্ষ্য হাজী জসিম মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন, কোন্ডা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড মেম্বার, আজহার মাসুম, ৬ নং ওয়ার্ড মেম্বার হারুনর রশিদ রাসেল, কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য হাজী কামরুজ্জামান ভুট্টু, হেদায়েতুল ইসলাম বাবু, সাজ্জাদ হোসেন সারোয়ার, কোন্ডা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, হাজী আনিসুর রহমান সহ উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ডের সাধারণ জনগণ, তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ।
এর আগে হাজী জসিম মাহমুদ, কোন্ডা ইউনিয়নের স্ট্যান্ড বাজার এলাকা, ব্রাহ্মণ গাও, কাজিরগাও, পানগাওয়ে আনারস,মাইক মার্কা ওকলস মার্কাকে জয়যুক্ত করতে সাধারণ জনগণের কাছে ভোট চান।