রাহাদ হোসেনঃ বাংলাদেশ আওয়ামী লীগ এর প্লাটিনাম জয়ন্তী ৭৫ বৎসর পূর্তী উপলক্ষে আগামী ২১, ২২, ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ এর জাতীয় প্রোগ্রামে বিশাল র্যালি অনুষ্ঠিত হবে।
সেই লক্ষ্য বাস্তবায়নে জন্য ২১ ই জুন শুক্রবার দুপুর ২টা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে রমনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয় পর্যন্ত বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সড়ক ও সেতু মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় নেতাকর্মীবৃন্দ সহ রাজধানীর ঢাকা সহ, জেলা উপজেলা, থানা এবং ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের লক্ষাধিক নেতাকর্মীবৃন্দ বর্ণিল সাজে আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
উক্ত আনন্দ র্যালি সফল করার লক্ষ্যে ঢাকা-৪ আসন এমপি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ডাঃ আওলাদ হোসেনের নেতৃত্বে ঢাকা-৪ আসনের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
এ সময় তার সাথে ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগ সদস্য, শহীদ মাহমুদ হেমি ও আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক মুন্সী।