নিজস্ব প্রতিনিধিঃ ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে স্বৈরাচার ও বৈষম্য বিরোধী আন্দোলনে সকল মেধাবী ছাত্র ছাত্রী ও শহীদদের স্মরণে দোয়া ও মিলাদের আয়োজন এবং ৯ নং ওয়ার্ডের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে আলোচনা সভা অনুষ্ঠিত।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়।
উক্ত সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু।
এ সময় তিনি বলেন, স্বৈরাচার ও বৈষম্য বিরোধী আন্দোলনে সকল মেধাবী ছাত্র ছাত্রীদের কারণেই আজ আমাদের দেশ স্বাধীন। এ বিজয় সকলের। ছাত্র-ছাত্রীরা যেভাবে স্বাধীন হওয়ার পরেও দেশের জন্য কাজ করে যাচ্ছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ। যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। তিনি আরো বলেন, আমাদের কুতুবপুর ইউনিয়ন সর্বসময় শান্ত রাখার জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে একটি সুন্দর কুতুবপুর ইউনিয়ন গড়ে তুলেছি।কোনরকম অনিয়ম বিশৃঙ্খলা দেখলে বাংলাদেশ সেনাবাহিনীকে জানাবেন প্রয়োজনে আমাকে কিংবা আমার ইউনিয়নের যে ওয়ার্ডেই বিশৃঙ্খলা দেখা দিবে আপনারা সাথে সাথে সেই ওয়ার্ডের মেম্বারকে জানাবেন।আমি সব সময় আপনাদের পাশে আছি।
উক্ত আয়োজনটি অনুষ্ঠিত হয়, ৮ ই আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫ টায়।
এ সময় সভাপতিত্ব করেন, ৯ নং ওয়ার্ড মেম্বার, হান্নানুর রফিক রঞ্জু।
উক্ত সময়, ৯ নং ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের এবং ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এই ক্যাটাগরীর আরও খবর..