নিজস্ব প্রতিনিধিঃ ১৫ ই আগষ্ট বৃহস্পতিবার প্রথম প্রহরে জাতীয় শোক দিবস উপলক্ষে, ধানমন্ডি ৩২ নম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না।
ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আড়ালে জামাত বিএনপির ছাত্রদল শিবিরের কাছে বাধাগ্রস্ত ও অপদস্ত হয়েছেন।
এ সময় হারুনর রশীদ মুন্নার নেতৃত্বে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে, মহিলা আওয়ামী লীগ নেত্রী, রোকসানা আক্তার রুমা, রাত্রী আক্তার, শারমিনা আলী সিমা সহ নির্যাতনের শিকার হয়েছেন ঢাকা-০৫ এর অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ।
হারুনর রশীদ মুন্না এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে, ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার জন্য অন্তর্বতী কালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
এই ক্যাটাগরীর আরও খবর..