রাজনৈতিক মামলায় ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম মাতব্বর সহ বিএনপির নেতাকর্মীদের জড়ানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
২৭ অক্টোবর বিকেল তিনটায়, ফতুল্লা প্রেস ক্লাবে উক্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনায় ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ।
উক্ত সাংবাদিক সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি,ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সম্পাদক এসএম আনিসুর রহমান সহ আরো অনেকেই।
এই ক্যাটাগরীর আরও খবর..