ফতুল্লা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা এলাকায় লাশের ছবি তোলায় সাংবাদিককে প্রকাশ্যে হেনস্ত ও হত্যা করে দাফনের হুমকি দিলেন কথিত বিএনপি’র নেতা বাবুকে ডিব্বা বাবু ও তার সহযোগীরা।
১৬ ই মার্চ রাত দশটায় পাগলা বুড়িগঙ্গা নদীতে ভাসমান একটি লাশের খবর পেয়ে ঘটনাস্থনে সংবাদ সংগ্রহ করতে যান অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও জাতীয় দৈনিক তৃতীয় মাত্রার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মামুনুর রশিদ মুন্না।
ঘটনাস্থলে গিয়ে ট্রলারে থাকা লাশটির ছবি তুললে প্রথমে প্রায় পাঁচ থেকে ছয় জন যুবক সাংবাদিক মুন্নার হাতে থাকা মোবাইল কেড়ে নিয়ে তাকে বিভিন্নভাবে হেনস্তা করেন।
পরক্ষণিক ঘটনাস্থলে পাগলা নৌ পুলিশের সাব ইন্সপেক্টর জাহিদুল ইসলাম আসলে তার সামনে কথিত বিএনপি’র নেতা বাবু প্রকাশে দিবালোকে সাংবাদিক মুন্নাকে হত্যার হুমকি দেন।
এ বিষয়ে ১৭ ই মার্চ ফতুলা মডেল থানায় সাংবাদিক মামুনুর রশিদ মুন্না বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন, সাধারণ ডায়রির খবর পেয়ে কথিত বিএনপি নেতা বাবু ছেলে, আবির হোসেন তার ফেসবুকে সাংবাদিক মুন্না এবং তার মাকে প্রকাশ্যে দাফন করবেন বলে হুমকি প্রদান করেন।