
রাহাদ হোসেন, ফতুল্লা প্রতিনিধিঃ নব দিগন্ত তরুন সংঘ ও নিশ্চিন্তপুর এলাকাবাসি এর উদ্যেগে, কুতুবপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক তন্ময় আহমেদ অনিক এর তত্ত্বাবাধনে মশা নিধন কর্মসুচি চালু করা হল।
মশার তীব্র জ্বালায় অতিষ্ঠ কুতুবপুর ইউনিয়নের সাধারণ জনগণ। ঠিক সেই সময় মশক নিধন অভিযানের এই কার্যক্রমে কিছুটা হলেও এলাকাবাসী মশার তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পাবে।
এ ব্যাপারে তন্ময় আহমেদ অনিক বলেন, আমাদের কুতুবপুর ইউনিয়ন পরিষদ জননন্দিত ও জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু ভাইয়ের নির্দেশনা অনুযায়ী আমরা মশক নিধনের এই উদ্যোগ নিয়েছি। তীব্র মশার কারণে এডিস, ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার উপক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেই সময় আমাদের এই উদ্যোগ।ইনশাআল্লাহ মাস ব্যাপি এই কর্মসুচি চালু থাকবে।
এই ক্যাটাগরীর আরও খবর..