নিজস্ব প্রতিনিধিঃ নবগঠিত ওয়ায়েস করনী আদর্শ নগর আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যােগে এলাকাবাসীর সহযোগিতায় ২৭০টি পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হলো।
২৯ ই মার্চ সকাল ১১টায় ওয়ায়েস করনী আদর্শ নগর সুপারমার্কেট সংলগ্ন রোডে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
কমিটির দুজন সম্মানিত উপদেষ্টা ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ জামান মিয়া, প্যানেল চেয়ারম্যান, ও ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াংকা উক্ত বিতরণ কার্যক্রমে ওয়ায়েস করনী আদর্শ নগর আবাসিক এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে উপস্থিত থেকে বিতরণ করেন।
এ সময় সভাপতিত্ব করেন, ওয়ায়েস করনী আদর্শ নগর আবাসিক এলাকার উন্নয়ন কমিটির, সভাপতি হাওলাদার এন এম মহিউদ্দিন। সঞ্চালনায় ছিলেন, উক্ত কমিটির সাধারণ সম্পাদক, সোহেল হাসান।
এ সময় উক্ত কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।