নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক খোকন এর নেতৃত্বে, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবীদলের সভাপতি, এইচএম হোসাইন ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ইমরান এর নির্দেশনায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পল্টনের সমাবেশ সফল করতে বিশাল মিছিল নিয়ে উপস্থিত হন রুপগঞ্জ উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি মোঃ শহিদ প্রধান ও সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন।
উক্ত শ্রমিক দিবসের সমাবেশটি অনুষ্ঠিত হয়, ১লা মে বৃহস্পতিবার বিকেল ৩ টায়, নয়া পল্টন বিএনপির পার্টি অফিস সংলগ্ন রোডে।
এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক, মোঃ আবুল হোসেন, মোঃ সজিব মিয়া সহ রূপগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীবৃন্দ।
এ সময় রূপগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শহিদ প্রধান বলেন, আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তার সুযোগ্য পুত্র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রসংস্কারের ৩১ দফা বাস্তবায়নে আমরা রূপগঞ্জ উপজেলা মৎস্যজীবী দল ঐক্যবদ্ধ আছি। আমরা চাই, ৩১ দফার মাধ্যমে মৎস্যজীবী যারা মেহনতী শ্রমিক রয়েছে তাদের পাশে দাঁড়াতে। বেকারত্ব দূরীকরণে মৎস্য খামার বৃদ্ধি এবং শ্রমিকদের যথাযথ মূল্যায়ন এর লক্ষ্যে ও রূপগঞ্জের মৎস্যজীবী খেটে খাওয়া শ্রমিকদের উপযুক্ত মূল্যায়নের জন্য আমরা বদ্ধপরিকর রয়েছি।