
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে, দৌলতপুর ওসমান মিয়ার বাড়ি হইতে হারুন মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার মাটিভড়াট কাজের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন হবে আজ।
উক্ত প্রকল্পটি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচি ২০২৪-২০২৫ অর্থ বছরের (১ম পর্যায়)। উক্ত প্রকল্পটির নম্বর ৩৫।
উক্ত প্রকল্পটি কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর নির্দেশনায়, প্রকল্পটি বাস্তবায়ন কমিটির সভাপতিত্ব করছেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ বাবুল মিয়া।
মেম্বার মোঃ বাবুল মিয়া বলেন, আমি নির্বাচিত হবার পর থেকে আমার কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৫ নং ওয়ার্ডের সাধারণ জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রতিটি রাস্তাঘাটের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে, আমাদের কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল সেন্টু ও সরকারের সার্বিক সহযোগিতায়, কদমতলী পাকার মাথা হইতে আমতলার মোচড়ের রাস্তা পর্যন্ত পাকা ড্রেন স্লাপ ও রাস্তার আরসিসি ঢালাই সম্পন্ন করেছি। এর ফলে জনগণের দীর্ঘ সময়ের দুর্ভোগ রোধ করতে পেরেছি। সামনে বর্ষাকাল এই রাস্তাটির উন্নয়নের ফলে জনগণের দুর্ভোগ অনেকাংশেই কমে গিয়েছে। এখনো লায়লার মায়ের চায়ের দোকান হইতে শাহীবাজার পর্যন্ত রাস্তাটির ও আরসিসি ঢালাই এবং পুরাতন নুরবাগ হইতে, আদর্শ নগর হইয়া মাতুয়াইল মেডিকেল পর্যন্ত রাস্তাটিরও আরসিসি ঢালাই ও পাকা ড্রেন সেলাব দ্রুত মেরামত করা প্রয়োজন। বর্ষা এলেই কোমর অবদি পানি হয় উক্ত রোডটিতে। নারায়ণগঞ্জ সদর উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ উক্ত বিষয়টিতে দ্রুত সুনজর দিলে জনগণ চরম দুর্ভোগ থেকে নিস্তার পাবে। আমি চেষ্টা করছি আমার ওয়ার্ডের জনগণের প্রতিশ্রুতি অনুযায়ী সেবা করতে।
উক্ত রাস্তাটির মাটি ভরাটের কাজ প্রায় শেষ, আজ ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন হবে। উক্ত রাস্তা সংলগ্ন এলাকার জনগণ বলেন, আমাদের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উন্নয়নের রূপকার আলহাজ্ব মনিরুল আলম সেন্টু ও কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৫ নং ওয়ার্ডের পরিশ্রমী মেম্বার মোঃ বাবুল মিয়াকে জানাই ধন্যবাদ। আমাদের উক্ত রাস্তাটির মাটি ভরাট কাজ করে দেওয়ার ফলে বর্ষায় জলাবদ্ধতা থেকে কিছুটা হলেও নিস্তার পাব। আমরা আশাবাদী উক্ত রাস্তাটি খুব দ্রুত আরসিসি ঢালাই করার সুব্যবস্থা নিবেন আমাদের সুযোগ্য চেয়ারম্যান ও মেম্বার মহোদয়।
এই ক্যাটাগরীর আরও খবর..